শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ মার্চ ২০২৫ ১৯ : ০৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি করা কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় সূত্রে জানানো হয়েছিল, ১৫ মার্চ ভার্চুয়ালি বৈঠক করবে অভিষেক। সেই বৈঠকে রাজ্য কমিটির সকল সদস্য, সব জেলা সভাপতি এবং সংগঠনের নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই নির্দেশ মতোই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রায় সাড়ে চার হাজার প্রতিনিধি। সেই বৈঠকেই ভুয়ো ভোটার নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অভিষেক। এর পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে চারটি জেলায় দলের খারাপ ফল নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভার্চুয়ালি বৈঠকটি শুরু হয়। তৃণমূল সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুয়ো ভোটার এবং ভোটার তালিকা সংশোধনের জন্য জেলাস্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। ২১ থেকে ২৭ মার্চের মধ্যে পাঁচ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কমিটি তৈরির ক্ষেত্রে সাংসদ-বিধায়কদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগেছেন অভিষেক। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কিছু এজেন্সিকে কাজে লাগিয়ে ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করেছে।
গত বিধানসভা নির্বাচনে মালদা, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরে দলের খারাপ পারফরম্যান্সের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। তিনি বলেন, ''পূর্ব মেদিনীপুরে নিজেরা ঝগড়া করে হেরেছি। ভাবুন কী কাজ করছি, ভাবুন একবার। নিজেরা ঝগড়া করে অন্যদের সুবিধা করে দিচ্ছেন। একটু পরিশ্রম করলে কাঁথিতে জিততে পারতাম।'' তিনি আরও বলেন, ''মালদায় ফল খারাপ হয়েছে। মালদা নিয়ে আমি আলাদা বৈঠক করব।'' এর পাশাপাশি তাঁর নির্দেশ, ''যে সব জায়গায় ৭০ শতাংশ ভোটে হেরেছি সেই সব জায়গায় বুথ এবং অঞ্চল সভাপতি পরিবর্তন করতে হবে।'' দলের প্রতিনিধিদের টার্গেট বেঁধে দিয়ে অভিষেক বলেন, ''ফল যতই খারাপ হোক না কেন এই চার জেলা থেকে অন্তত ১২টি আসনে জিততে হবেই।''
পাশাপাশি আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ নিয়ে এবার কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক। তিনি জানান, কেউ তার বা আই প্যাকের নাম করে কিছু দাবি করলে এই ৮১৪২৬৮১৪২৬ নম্বরে জানাতে। তাঁর সাফ বার্তা, ''পদ পাইয়ে দেওয়ার নাম করে, আমার নাম করে বা আইপ্যাকের নাম করে কোনও টাকা তোলা যাবে না।''
নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা